Dr. Nazmul Haque – Child Neurology

(4)
Dr. Nazmul Haque
Qualification: FCPS (Paediatric Neurology & Development), FCPS (Paediatrics), MD (Paediatrics), BCS (Health), MBBS (DMC)
Specialist: Child Neurology & Child Specialist
Workplace: National Institute of Neurosciences
Designation: Assistant Professor
Expertise: Pediatric Neurology
Experiences: 23 Years
Organization: National Institute of Neurosciences, Dhaka Bangladesh
Institute: NATIONAL INSTITUTE OF NEUROSCIENCES, Dhaka. Bangladesh
Sher e BanglaNagor
Dhaka
Chamber-1: United Hospital, Gulshan-2
Address: Plot 15, Road 71, Gulshan, Dhaka 1212, Bangladesh
Visiting Hours: 3 pm-5 pm (Fri off)
Contact Number:
10666
02 222262466
Phone for Appointment:
+8801830008498
Chamber-2: Popular Diagnostic Center, Badda
Address: Cha-90/2, North Badda (Pragoti Sharoni),
Dhaka-1212.
Visiting Hours: 5 pm-9 pm (Fri off)
Contact Number:
09613787809
09666787809
Phone for Appointment:
+8801830008498
About: ডাঃ নাজমুল হক, রাইফেলস পাবলিক স্কুল, ঢাকা থেকে এস এস সি এবং ঢাকা কলেজ, ঢাকা থেকে এইচ এস সি কৃতিত্বের সাথে উর্ত্তীন হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের জন্য মনোনীত হন। ২০০১ সালে ইর্ন্টানীসহ এমবিবিএস ডিগ্রী সম্পন্নের পর ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগে মেডিকেল অফিসার পদে কর্ম জীবন শুরু করেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচে স্বাস্থ্য কাডারে টাঙ্গাইল জেলায় যোগদান করেন।এরপর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।তিনি ২০১১ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন (BCPS) থেকে শিশু স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রী FCPS ( Paediatrics) ডিগ্রীতে ভূষিত হন। তিনি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমডি ( ডক্টর অব মেডিসিন) শিশু স্বাস্থ্য বিষয়ে দ্বিতীয় বারের মতো ডিগ্রী অর্জন করেন। ২০১৯ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন (BCPS) থেকে শিশু নিউরোলজী ও শিশু বিকাশ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রী FCPS (Paediatric Neurology & Development) লাভ করেন।

বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের শিশু নিউরোলজী বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন এবং ইউনাইটেড হাসপাতাল, গুলশান-২ কনসালটেন্ট হিসাবে শিশু নিউরোলজি বিভাগের দায়িত্ব পালন করছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাড্ডা শাখায়, সন্ধ্যাকালীন চেম্বারে শিশু বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করছেন ।

তিনি পেডিয়াট্রিক নিউরোলজি এবং এপিলেপসির ৭টি জাতীয় ও আন্তজার্তিক সংস্থার আজীবন সদস্য জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে।

তিনি এপিলেপসি, প্রতিবন্ধী শিশু, অর্টিজম, বিষয়ের উপর জাপান, নেদারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভারতে উচ্চতর প্রশিক্ষণ নেন।ব্যক্তিগত জীবনে স্ত্রী ডাঃ তাহমিনা আহমেদ একজন সফল গাইনোকোলজিষ্ট ও ইনফার্টিলিটি স্পেশালিষ্ট এবং একজন কন্যা ও পুত্র সন্তানের জনক।
Send to Friend