এই ওয়েব সাইটের সকল তথ্য বিভিন্ন source এবং সংশ্লিষ্ঠ হাসপাতালের ও বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগৃহিত। এছাড়া কিছু কিছু ডাক্তারের তথ্য social media থেকে মতামতের ভিক্তিতে লিপিবদ্ধ করা হয়েছে।
এই সাইটের তথ্য ব্যবহারের জন্য দয়া করে নিচের শর্তগুলো পড়ুন।
শর্তাবলি:
১। bestdoctorinfo.com ওয়েব সাইটের যে কোন তথ্য কপি করে ব্যবহার করা যাবে, তবে সুত্র উল্লেখ করতে হবে।
২। bestdoctorinfo.com ওয়েব সাইট কোন চিকিৎসার মান নিশ্চিত করে না।
৩। bestdoctorinfo.com ওয়েব সাইট কোন প্রকার চিকিৎসার দ্বায়দায়িত্ব বহন করিবে।
৪। পাঠককে অবশ্যই নিজ বিবেচনায় চিকিৎসক নির্বাচিত করবেন এবং চিকিৎসা সংক্রান্ত সকল দ্বায়-দ্বায়িত্ব নিজেকে বহন করিতে হইবে।
৫। এই সাইটে প্রায় ১০হাজার এর মত চিকিৎসকের তালিকা রহিয়াছে এবং তাহাদের যে কোন তথ্য যে কোন সময় পরিবর্তন হতে পারে, যাহা দ্রুত আপডেট করা সম্ভব হয় না। তথ্য গুলো যখন সংগ্রহ করা হয়েছিল সেই সময় যাচাই করা হয়েছিল। তাই যে কোন তথ্য শতভাগ নির্ভূল নাও হতে পারে। পাঠককে অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে।